• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

কর্তৃপক্ষের নির্দেশ না মেনে মেট্রোরেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ১৯:০১, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৩, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কর্তৃপক্ষের নির্দেশ না মেনে মেট্রোরেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রোরেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। ফলে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আজ সকাল সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এ কারণে মেট্রো রেলের যাত্রীসেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দেয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা।

ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ার পথে।

কিছু প্রক্রিয়াগত বিষয় আছে। এরপরও যাত্রীসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সরকার সব কিছু বিবেচনা করে দেখছে।

ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরিবিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সে ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আন্দোলন করার যৌক্তিকতা আর নেই। তাই আগামীকাল থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2