• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ

প্রকাশিত: ২০:৩৪, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৬, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ

রাজধানীতে রিকশাচালকসহ গণপরিবহন সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে বিনামূল্যে ফার্স্ট এইড কিট বিতরণ এবং প্রাথমিক চিকিৎসার হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পোর্টাল ১০০শব্দ.কম।

শুক্রবার (১২ ডিসেম্বর) মিরপুর-১৪ নম্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রিকশা ও অটোরিকশা চালকদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেওয়া হয় এবং দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক সেবাদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও’ শীর্ষক এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব ও ১০০শব্দ.কম-এর সম্পাদক আশিক ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সভাপতি মুরসালিন নোমানী। তিনি রিকশাচালকদের হাতে ফার্স্ট এইড কিট তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক জি এম রাজিব হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, ইয়াসির আরাফাত রিপন, এম এইচ শৈকত, আক্তারুজ্জামান, দৈনিক ১০০শব্দ-এর চিফ টেকনোলজি অফিসার মো. মশিউর রহমান, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান রাফিন, শিকদার আল জিন্না, সাংবাদিক রিদওয়ান ও শাপলা, ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান এবং ডা. এনায়েত হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা।

চিকিৎসকরা অংশগ্রহণকারীদের দুর্ঘটনার পর নিরাপদে এগিয়ে যাওয়ার নিয়ম, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, চোটপ্রাপ্ত স্থানের সঠিক পরিচর্যা, শ্বাসকষ্ট দেখা দিলে সহায়তা পদ্ধতি, জনসমাগম নিয়ন্ত্রণ ও আহতকে নিরাপদ স্থানে সরানোর নিয়মসহ জরুরি সেবায় যথাসময়ে যোগাযোগ করার প্রক্রিয়া হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে মানসম্মত ফার্স্ট এইড কিট প্রদান করা হয়। কিটে ছিল- ব্যান্ডেজ, গজ, অ্যান্টিসেপটিক, টেপ, সেফটি পিন, ছোট কাঁচি, গ্লাভস, মাস্কসহ প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি ‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও’ লেখা স্টিকারও দেওয়া হয় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১০০শব্দ.কম-এর সম্পাদক আশিক ইসলাম বলেন, ‘ঢাকায় প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিট জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকশাচালক ও গণপরিবহন চালকরাই প্রায়শই সবার আগে ঘটনাস্থলে পৌঁছান। তারা যদি প্রাথমিক চিকিৎসায় দক্ষ হন, তাহলে অনেক জীবন রক্ষা করা সম্ভব।’ তিনি ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2