নিয়ন্ত্রণে পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন
ছবি: সংগৃহীত
নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় প্লাস্টিক কারখানার আগুন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর দেড়টার দিকে রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। মোট ১১টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিভি/এসজি




মন্তব্য করুন: