• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যু: প্রতিবাদে উত্তাল দেশ, জেলায় জেলায় ছাত্র-জনতার বিক্ষোভ

বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য

প্রকাশিত: ১৫:০১, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩১, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদির মৃত্যু: প্রতিবাদে উত্তাল দেশ, জেলায় জেলায় ছাত্র-জনতার বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে প্রতিবাদ মুখর হয়েছে ছাত্র-জনতা। বিক্ষোভ হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলেও। বেশ কয়েক জায়গায় ঘটেছে অগ্নি সংযোগ, ভাঙচুরের ঘটনা। 

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ হয়। 

এরপর নগরীর দুই নম্বরগেটস্থ চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাহেব বাজার হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে বিক্ষোভ করে। 

ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বরিশাল। রাত সাড়ে ১০ টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সড়ক অবরোধ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। 

হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপি, ছাত্রদল, ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ ও জুলাই আন্দোলনের নেতাকর্মীরা। 

খুলনাতেও শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে বিক্ষোভকারীরা। এসময় তারা খুলনার দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। 

কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদি মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। এছাড়াও বিক্ষোভ হয়েছে নোয়াখালী, আশুলিয়া, ঝালকাঠিসহ দেশের অনেক জেলায়। 

এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পায় দেশ।

হাদির মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2