• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ঢাকায় ভিসা কার্যক্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

প্রকাশিত: ১৫:৪২, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় ভিসা কার্যক্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

রাজধানীতে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (২২ ডিসেম্বর) তিনি যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ঘুরে দেখেন।

পরিদর্শনকালে হাইকমিশনার ভিসা সেবার সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সেখানে উপস্থিত আবেদনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় বেশ কয়েকজন আবেদনকারী জানান, তারা চিকিৎসার উদ্দেশে ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসার আবেদন করেছেন।

ভিসা কেন্দ্রের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে বাংলাদেশে ভারতের হাইকমিশন ও কয়েকটি সংশ্লিষ্ট স্থাপনায় নিরাপত্তা হুমকির ঘটনার প্রেক্ষাপটে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই কেন্দ্রটি পুনরায় চালু করা হয়। যাদের ওইদিন অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের সবাইকে বিকল্প তারিখে আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গুরুতর অসুস্থ রোগীদের একটি বড় অংশ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। মানবিক বিষয়টি গুরুত্ব দিয়ে এবং পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও ভারতীয় হাইকমিশন ঢাকা, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম চালু রেখেছে। তবে চট্টগ্রামে অবস্থিত আইভ্যাক আপাতত সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পরিদর্শনের সময় আইভ্যাক কর্মকর্তারা ভিসা আবেদন প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী ও দালালদের সক্রিয়তার বিষয়টি হাইকমিশনারের নজরে আনেন। এ প্রসঙ্গে প্রণয় ভার্মা আশ্বাস দেন, বিষয়টি তিনি বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তুলবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2