রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না বুধবার
বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউর শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশে থাকা সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সময়ের মধ্যে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার জন্য অনুরোধ করেছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: