• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

প্রকাশিত: ১৯:১৯, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৯, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। এতে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট এলাকা। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ কর‌ছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খাবার পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, বাণিজ্যিক ভবনটির ৮ তলা ভবনের ছাদে গোডাউনে আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। 

সন্ধ্যা পৌ‌নে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে সবশেষ তথ্যে জানা গেছে। পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2