• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

গুলিস্তানে বহুতল শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২০:৩৭, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গুলিস্তানে বহুতল শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকাল সাড়ে পাঁচটায় ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গুলিস্তান সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আমরা গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2