• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচার চাইতে শাহবাগে চলছে ইনকিলাব মঞ্চের অবরোধ

প্রকাশিত: ১৬:৪৮, ২৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদি হত্যার বিচার চাইতে শাহবাগে চলছে ইনকিলাব মঞ্চের অবরোধ

ছবি: শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

রাজধানীর শাহবাগ আবারও পরিণত হয়েছে প্রতিবাদের উত্তাল মঞ্চে। কেউ মাথায়, কেউ হাতে বেঁধেছেন জাতীয় পতাকা। স্লোগানের পাশাপাশি চলছে কবিতা আবৃত্তি ও ওসমান হাদিকে নিয়ে রচিত গান। মুহূর্তে মুহূর্তে শাহবাগ প্রকম্পিত হচ্ছে— ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ স্লোগানে।

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল কার্যত বন্ধ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অবরোধ শুরুর কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। বেলা সোয়া ২টার পর পুরো শাহবাগ মোড় বন্ধ করে দেন আন্দোলনকারীরা।

গত শুক্রবার দুপুর থেকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে টানা কর্মসূচি চলছে। এ আন্দোলনে শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নিচ্ছেন।

এর আগে গতকাল রবিবার সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি। রাতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—খুনিদের গ্রেফতার ও বিচার, বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল এবং ভারত আশ্রিত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2