• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আজ যেসব এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে 

প্রকাশিত: ১১:২০, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ যেসব এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে আজ (বুধবার) রাজধানীর কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যান চলাচল সীমিত থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন উপলক্ষে ঢাকা শহরের কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে। সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে।

এতে আরও বলা হয়েছে, বিষয়টি সকলকে বিবেচনায় রেখে চলাচল পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2