• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

শীতে কাঁপছে রাজশাহী, তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে

প্রকাশিত: ১৩:১০, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শীতে কাঁপছে রাজশাহী, তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে

টানা চারদিন সূর্যের দেখা মেলেনি রাজশাহীতে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে নগরজুড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। ক্রমেই নামছে তাপমাত্রা। আজ বুধবার সকাল ছয়টায় রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগে ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ১০টার দিকেও নগরের বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্ব ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে শীত আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। এর আগের দিন মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কয়েক দিন ধরেই রাজশাহীতে শীতের প্রকোপ চলছে। রোববার থেকে টানা সূর্যের দেখা মিলছে না। উত্তরের হিমেল বাতাস ও কুয়াশা মিলিয়ে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। দুই দিন ধরে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। গতকাল মঙ্গলবার এই বৃষ্টির মতো কুয়াশাকে বৃষ্টি হিসেবেই গণ্য করেছে আবহাওয়া অফিস। রাজশাহী আবহাওয়া অফিসে শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ছয়টায় নগরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি। আগামী কয়েক দিন শীতের এ তীব্রতা অব্যাহত থাকতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আজ যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা যায়। এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে। বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘গতকাল মূলত বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। এটাকে বৃষ্টিই বলা চলে।’

তীব্র শীতে জনজীবনেও বড় ধরনের প্রভাব পড়েছে। নগরের সড়কগুলোতে মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। যাঁরা বের হয়েছেন, তাঁদের প্রায় সবাই মোটা শীতের পোশাকে নিজেকে ঢেকে রেখেছেন। নগরের বিভিন্ন শীতের পোশাক বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে।

শ্রমজীবী মানুষেরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। নগরের তালাইমারী মোড়ে ভোর থেকে দিনমজুরদের কাজের হাট বসে। প্রতিদিন দেড় শতাধিক শ্রমজীবী সেখানে আসেন। আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত মাত্র ১৫ শ্রমিক কাজ পেয়েছেন। কাজ না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। হাসপাতালগুলোতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। এসব রোগীর মধ্যে শিশু ও বয়স্করাই সংখ্যাগরিষ্ঠ। এ ছাড়া আগুন পোহাতে গিয়ে কিংবা গরম পানিতে পুড়ে যাওয়ার ঘটনাও বাড়ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2