তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, বৈধ হলো সবগুলোই!
এমএএইচ সেলিম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১,২ ও ৩ সংসদীয় আসনে এমএএইচ সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা। এসময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে চাইলে এমএএইচ সেলিম বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাগেরহাটের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অপরিসীম। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঞ্চলে শিল্পায়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে মনোনিবেশ করতে চাই। রাজনীতিকে আমি শুধুমাত্র জনগণের সেবা করার মাধ্যম হিসেবে দেখি। আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় অবকাঠামো এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপরেখা প্রস্তুত করার কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, সিলভার লাইন গ্রুপের কর্ণধার বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা এমএ এইচ সেলিম ৯০ এর দশকের শেষ দিকে বাগেরহাটের রাজনীতিতে আসেন এবং জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সংসদ সদস্য থাকাকালীন মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
এরপর আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতি থেকে দূরে ছিলেন। রাজনীতিতে তার ফেরার ঘোষণায় বাগেরহাটে তাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগেরহাটে রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। রাজনীতিতে তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে সব শ্রেণী-পেশার মানুষ।
বিভি/এজেড




মন্তব্য করুন: