• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

স্বাক্ষর জাল করায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতার মনোনয়ন বাতিল

প্রকাশিত: ১৭:০৪, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৫, ৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
স্বাক্ষর জাল করায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতার মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আশায় মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেক প্রার্থী। সেগুলোর যাচাই-বাছাই চলছে। এরই মধ্যে বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) ভোটারের স্বাক্ষর জাল করায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানো বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার মনোনয়নপত্র বাছাই শেষে এই তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক তার আসনের মোট ভোট সংখ্যার ১ ভাগ ভোটারের যে স্বাক্ষর জমা দিয়েছেন, তাতে অসংগতি পাওয়া গেছে। দৈবচয়ন পদ্ধতিতে ভোটারদের স্বাক্ষর যাচাইয়ের সময় ১০ জন ভোটারের মধ্যে ৩ জনের জাল স্বাক্ষর প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ জন্য তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, ভোটারদের স্বাক্ষর জাল প্রমাণ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে তিনি আপিলের সুযোগ পাবেন।

ওই একই আসনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও এর কোনো প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2