• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

৩ ঘণ্টা পর গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২০:৩৫, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৬, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৩ ঘণ্টা পর গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের টানা চেষ্টায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে দেউলিয়া বাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে হঠাৎ একটি গুদামে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গুদামে দাহ্য পদার্থ থাকায় এবং বাতাসের তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এবং উপ-সহকারী পরিচালকের নেতৃত্বে আরেকটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘পাশাপাশি প্রায় শতাধিক গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। সাধারণত এই এলাকায় পানির উৎসের সংকট থাকে, তবে এবার ঘটনাস্থলের পাশে একটি পুকুর ও স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে পানির জোগান পাওয়ায় আগুন নেভানো কিছুটা সহজ হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

অগ্নিঝুঁকির বিষয়ে তিনি আরও বলেন, ‘কোনাবাড়ী এলাকায় যত্রতত্র গড়ে ওঠা ঝুটের গুদামগুলোর বেশিরভাগই আইন মেনে তৈরি হয়নি। ফায়ার সেফটি বা লাইসেন্স ছাড়াই এসব গুদাম চলছে। আমরা মালিকদের সচেতন করছি, কিন্তু তারা নিয়ম মানছেন না। এ বিষয়ে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2