• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সাইন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতিবাজার মোড় অবরোধ

মোঃ ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪৩, ১৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সাইন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতিবাজার মোড় অবরোধ

সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সাইন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে, ভোগান্তিতে পড়ে পথচারীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ (১৪ জানুয়ারি, বুধবার) থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ের পাশাপাশি টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। 

সরকারি সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়।

এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক কনসালটেশন সভার আয়োজন করে। সভাগুলোতে পাওয়া মতামত ও পরামর্শের ভিত্তিতে আইনটির খসড়া হালনাগাদ করা হয়। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসেম্বরের মধ্যে আনুষঙ্গিক সব কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে এমন আশ্বাস দেওয়া হয়।

তবে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় রাজপথে নামেন। তাদের দাবি, আগামী ১৫ জানুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ অনুমোদন দিতে হবে এবং দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা ১৫ জানুয়ারির আগে রাজপথে নামতে চাইনি। সরকার যেহেতু সময় নিয়েছে, তাই আমরা অপেক্ষা করেছি। কিন্তু, এ সময়ের মধ্যে তাদের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমরা সাইন্সল্যাব মোড় ছাড়বো না।

বিভি/এসজি/পিএইচ

মন্তব্য করুন: