• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ নিয়ে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৩:১৯, ১৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ নিয়ে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সড়ক নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর সাব পিলার ১ এস-এর পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এবং ভারতের ০৩ ব্যাটালিয়নের অধিনায়ক কে. কে. রাও নিজ নিজ বাহিনীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রায় ২০ মিনিটব্যাপী বৈঠকে বিজিবির পক্ষে শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায়, বালারহাট ক্যাম্প কমান্ডার তায়েজ উদ্দিনসহ পাঁচ সদস্য এবং বিএসএফের পক্ষে মেঘ নারায়ণ কুটিরটির কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমারসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ৭ ও ৮ জানুয়ারি বিএসএফ কর্তৃক সীমান্তসংলগ্ন এলাকায় সড়ক নির্মাণ শুরু করায় দুই দফা পতাকা বৈঠক হয়। পূর্বনির্ধারিত ১৩ জানুয়ারির বৈঠক পরিস্থিতির প্রয়োজনে এগিয়ে এনে সোমবার অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বিএসএফ জানিয়েছে সড়কটি ব্রিটিশ আমলের পুরোনো সড়ক এবং তারা কেবল মেরামতের কাজ করছে, নতুন করে কোনো সড়ক নির্মাণ, প্রশস্তকরণ, উঁচু করা কিংবা নতুন পিলার ও ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে না। এ বিষয়ে সত্যতা যাচাইয়ে খুব শিগগিরই বিজিবি ও বিএসএফের সমন্বয়ে একটি যৌথ পরিদর্শন টিম গঠন করা হবে।

বিজিবি অধিনায়ক আরও জানান, পরিদর্শনের আগে বিএসএফ লিখিতভাবে জানাবে এবং এরপর বিজিবির টিম ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে বিষয়টি যাচাই করবে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব পিলার থেকে ১১ নম্বর সাব পিলার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট থেকে দিনহাটা সংযোগকারী সীমান্তঘেঁষা সড়কে বিএসএফ নির্মাণ কাজ শুরু করে। 

অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য লাইন থেকে উভয় দেশের ১৫০ গজের মধ্যে পাকা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ থাকলেও সেই আইন অমান্য করে কাজ শুরু করায় বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় জনগণও লাঠিসোঁটা নিয়ে বিজিবির পাশে অবস্থান নেয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2