রাজধানীতে সাতসকালে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩
রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সর্ভিসের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
তারা আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিভি/টিটি



মন্তব্য করুন: