• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

রাজধানীর ৫ এলাকায় কঠোর আইন, অমান্য করলেই শাস্তি

প্রকাশিত: ১৪:৩১, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর ৫ এলাকায় কঠোর আইন, অমান্য করলেই শাস্তি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় হর্ন বাজালেই সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান কার্যকর করা হচ্ছে। এ পাঁচ এলাকায় শব্দদূষণ রোধে কঠোর আইন প্রয়োগের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

রবিবার (২৫ জানুয়ারি) থেকে কার্যকর করা হবে এই আইন।

ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। ২৫ জানুয়ারি (রোববার) থেকে ডিএমপির ট্রাফিক বিভাগ এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং বিমানবন্দরের উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার সড়ক-স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত অংশকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকেও নীরব এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আইন বাস্তবায়নের অংশ হিসেবে সিভিল এভিয়েশন অথরিটির আওতাধীন সড়ক ও পার্কিং এলাকায় নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির প্রতিনিধিদের সমন্বয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ বিষয়ে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘আইনটি আগেই ঘোষণা করা হয়েছিল। তবে ২৫ জানুয়ারি থেকে এটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজধানীতে অতিরিক্ত হর্ন বাজানো নিয়ে জনভোগান্তি ও শব্দদূষণের অভিযোগ রয়েছে। নীরব এলাকা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত