• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

মহাখালীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট 

প্রকাশিত: ২০:৫০, ৩০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মহাখালীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট 

রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকায় ৫ তলাবিশিষ্ট ওই ভবনটিতে এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের চারটি ইউনিট। এছাড়া আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ভবনটি পাঁচ তলা, ভবনটির পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে সংবাদ পাওয়ার পর আমাদের ৪টি ইউনিট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের পথে।

তিনি বলেন, ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া বাসাও রয়েছে এ ভবনে। তবে কীসের গোডাউন তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের সংবাদও আসেনি আমাদের কাছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: