• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

ওয়ারীতে রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮    

প্রকাশিত: ১০:১০, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ওয়ারীতে রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮    

রাজধানীর ওয়ারী থানাধীন একটি রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ‘পাস্তা ক্লাব’ নামের ওই রেস্টুরেন্টের আট কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

আহতরা হলেন- শাহ আলাম (৪৫) রেস্টুরেন্টের ক্যাশিয়ার, কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ইউসুফ শেখ বলেন, ‘আমরা সবাই ওয়ারীর বাটা শোরুমের পাশের ভবনের তৃতীয় তলায় পাস্তা ক্লাব রেস্টুরেন্টের কর্মচারী। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রেস্টুরেন্টের রান্নাঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে আমাদের রেস্টুরেন্টের ক্যাশিয়ারসহ মোট আটজন কর্মচারী গুরুতর আহত হন। পরে আমরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।’

বিভি/এসজি

মন্তব্য করুন: