• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রফতানির কারণে বাড়ছে ইলিশের দাম

প্রকাশিত: ০৮:২৩, ২০ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৮:২৪, ২০ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
রফতানির কারণে বাড়ছে ইলিশের দাম

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে দুই সপ্তােহ প্রায় ছয়শ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এর জেরে স্থানীয় বাজারে দাম বেড়েছে ইলিশের। কেজিতে বেড়েছে দেড়শ থেকে দুশ টাকা। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা। খুলনার মাছের বাজার ঘুরে এমন চিত্রই দেখা গিয়েছে।

জানা গেছে, দূর্গাপূজা উপলক্ষে ভারতে পাঁচ হাজার টনের মতো ইলিশ রফতানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এজন্য প্রথমে ৪৯টি প্রতিষ্ঠানকে দুই হাজার চারশ ৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। পরে আরও দশটি প্রতিষ্ঠানকে পাঁচশ টন ইলিশ রফতানির সুযোগ দেওয়া হয়েছে।

খুলনা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো: রাসেল শিকদার জানান, ইতোমধ্যে খুলনার পাঁচ নম্বর ঘাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকেই দুইশ টনের বেশি ইলিশ পাঠানো হয়েছে ভারতে। 

জানা গেছে, রফতানির কারণে খুলনার বাজারে চড়েছে ইলিশের দাম। এতে মনক্ষুন্ন সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের। ইলিশের দাম ক্রয়ক্ষমতায় আনতে রফতানি বন্ধের দাবি সাধারণ ক্রেতাদের।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2