• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ফখরুজ্জামান 

প্রকাশিত: ১৩:২৭, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ফখরুজ্জামান 

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকা জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। 

বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ বিভাগের উপ-সচিব ভাষ্কর দেবনাথ বাপ্পির সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নিয়োগ-পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ’ এর উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া খাগড়াছড়ি জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন খাদ্য মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সহিদুজ্জামান। অন্যদিক কক্সবাজারের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মুহম্মদ শাহীন ইমরানকে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত