• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একসঙ্গে তিন সন্তান প্রসব, খুশিতে ভাসছে পরিবার

প্রকাশিত: ২২:০২, ২৯ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
একসঙ্গে তিন সন্তান প্রসব, খুশিতে ভাসছে পরিবার

ময়মনসিংহের ভালুকায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন মুক্তা বেগম (৩৫) নামে এক নারী। মুক্তা বেগম (৩৫) উপজেলার মেদুয়ারী গ্রামের রব্বানীর স্ত্রী বলে জানা গেছে। একসাথে এক ছেলে ও ২ মেয়ে বাচ্চা প্রসব করেন তিনি। 

ভালুকা উপজেলা সদরে অবস্থিত মোহাম্মদীয়া মডেল হাসপাতালে শনিবার রাতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও খুশিতে ভাসছে পরিবার। ভূমিষ্ঠ হওয়া ওই তিন নবজাতক ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মোহাম্মদীয়া হাসপাতালের চিকিৎসক ডা. রোকাইয়া আক্তার জানান, উপজেলার মেদুয়ারীর মুক্তা বেগম প্রসবব্যথা নিয়ে  ওই হাসপাতালে ভর্তি হন। পরে অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। সন্তান তিনটির মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে।

পরিবারের লোকজন এক ছেলে এবং দুই কন্যা সন্তান এক সাথে  পেয়ে দারুণ খুশি এবং মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে নবজাতকদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক জানান, একসঙ্গে তিন বাচ্চা প্রসব হওয়ার ঘটনা তাদের হাসপাতালে এটিই প্রথম। মা ও যমজ তিন বাচ্চা ভালো আছে।।

বিভি/এএন/এজেড

মন্তব্য করুন: