• NEWS PORTAL

  • সোমবার, ২০ মার্চ ২০২৩

বেশি দামে চিনি বিক্রি ঠেকাতে চট্টগ্রামের মাঠে নেমেছে প্রশাসন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২০:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বেশি দামে চিনি বিক্রি ঠেকাতে চট্টগ্রামের মাঠে নেমেছে প্রশাসন

প্রতীকী ছবি

চট্টগ্রামে সরকার নির্ধারিত নতুন দামে চিনি বিক্রি হচ্ছে কিনা তা দেখতে ও সার্বিক বাজার তদারকিতে চট্টগ্রামে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পাইকারী পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ও প্রদীক দত্ত। 

অভিযানে বেশ কয়েকটি দোকানে নির্ধারিত দামে চিনি বিক্রি না হওয়া, মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

কর্মকর্তারা জানান, নতুন দামে এক কেজি পরিশোধিত খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনি ১১২ টাকায় বিক্রি হবে। নতুন এ দাম গত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে সে দামে বাজারে বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন তারা।

বিভি/এনইউ/এজেড

মন্তব্য করুন: