• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গুলিস্তানে বিস্ফোরণ: ভবনের নিরাপত্তা ঝুঁকিতে উদ্ধার কাজে দেরি

প্রকাশিত: ১৪:১৯, ৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
গুলিস্তানে বিস্ফোরণ: ভবনের নিরাপত্তা ঝুঁকিতে উদ্ধার কাজে দেরি

বিস্ফোরণে ভবনের বিম ও কলামগুলো ক্ষতিগ্রসস্ত হয়েছে

রাজধানীর গুলিস্তানের ভবনে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান এখনও বিলম্ব হচ্ছে। বিস্ফোরণে ভবনের বিম ও কলামগুলো ক্ষতিগ্রসস্ত হওয়ায় ভবনের ভেতরে ঢুকতে পারছে না উদ্ধারকারী দলগুলো। তবে এই অভিযান ত্বরান্বিত করতে উদ্ধার অভিযানে ফায়ারসার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী ও র‌্যাব এবং বোম ডিসপোজাল ইউনিট ও ডগস্কোয়াড টিম।

বুধবার (৮ মার্চ) দুপুরে বিস্ফোরিত ভবনের সামনে লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডিরেক্টরের (অপারেশন্সের) সঙ্গে কথা হয়েছে। তিনি তাদের উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা জানিয়েছেন। রাজউক, সেনাবাহিনী ও বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিশেষজ্ঞরা এরইমধ্যে বসেছেন। তারা এখানে আসবেন এবং পরবর্তী নির্দেশনা দেবেন।

ডিসি বলেন, ভবনের বিমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকালের ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির একটি টিম গঠন করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷

জাফর হোসেন বলেন, এখনো উদ্ধারকাজ অসমাপ্ত রয়ে গেছে। তারা এলে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে ফায়ার সার্ভিস ধারাবাহিকভাবে আশেপাশে এখনও কাজ করছে। আমরাও আমাদের নিরাপত্তার কাজ জোরদার করেছি। যে যে সাপোর্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করছি।

এই কর্মকর্তা বলেন, আপনারা জানেন এখানে একটি আর্থিক প্রতিষ্ঠান আছে। ব্র‍্যাক ব্যাংকের দোতলা থেকে চার তলা পর্যন্ত যে শাখা রয়েছে, তাদের টাকা পয়সা ও মূল্যবান কোনো সামগ্রী যদি থাকে, সেগুলো সংরক্ষণের জন্য ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তারা তাদের মতো কাজ করছে। তবে, জাতীয় কমিটিতে যারা রয়েছেন সে সদস্য সংখ্যা এবং নাম জানা যায়নি। এরইমধ্যে পর্যবেক্ষণ কার্যক্রমে কী কী সরঞ্জাম প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি সে বিষয়ে সরেজমিনে ফায়ার সার্ভিসকে নিয়ে কাজ শুরু করবে।

জাফর বলেন, এখনও কিছু আত্মীয়-স্বজন তাদের নিখোঁজ স্বজনদের কথা জানিয়েছেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের একজন ব্যবসায়ীর কথা বারবার বলা হচ্ছে। ফায়ার সার্ভিস যদি তাদের অপারেশন পুরোপুরি শুরু করতে পারে এবং ধ্বংসস্তূপ সরাতে পারে, তখন সেখানে কেউ আটকা আছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার বিকালে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিকট বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।

বিভি/এসএইচ/টিটি

মন্তব্য করুন: