তিস্তায় নৌকা ডুবি ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ সাত
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছে সাতজন। উদ্ধার কাজ চলছে।
উপজেলার সাদুয়া দামারহাট এলাকায় বুধবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিস্তার ওপারে রংপুরের পীরগাছায় আলীবাবা থিম পার্ক এলাকায় ঈদ–পরবর্তী দাওয়াত খেতে যাচ্ছিলেন নৌকার যাত্রীরা।
উলিপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, নৌকা ডুবি ঘটনা শোনার পর তারা সেখানে ছুটে যান। ২৬ জন যাত্রীর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে নিখোঁজ আটজনের মধ্যে উদ্ধার করা হয় আয়শা নামে দুই বছরের এক শিশুর মরদেহ। তিস্তায় প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: