উলভারহ্যাম্পটনকে ৪-১'এ উড়িয়ে ম্যানসিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেই চলেছে ম্যানচেস্টার সিটি। কাল ঘরের মাঠে উলভারহ্যাম্পটনকে ৪-১'এ উড়িয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়েছে পেপ গার্দিওলার দল। একই সঙ্গে টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড স্পর্শ করেছে লিগ লিডাররা।
গত সেপ্টেম্বরে প্রথম দেখায় উলভারহ্যাম্পটনকে ৩-১'এ হারিয়ে দেয়া সিটি মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামেও আধিপত্য নিয়ে খেলা শুরু করে। তবে ম্যাচের ১৫ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আক্রমনের পর আক্রমনে উলভস রক্ষণে ঝড় তুলেও ব্যবধান বাড়াতে পারছিলো না স্বাগতিকরা। ৬১ মিনিটে উলভস গোল শোধ দিলে তাদের সেই প্রচেষ্টা আরো কঠিন হয়ে যায়। অবশেষে ৮০ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস দলকে সেই কাঙ্খিত গোল উপহার দেন। এরপর রিয়াদ মাহরেজ ও জেসুস গোল করে দলের বড়ো জয় নিশ্চিত করেন।এ নিয়ে লিগে টানা ১৫ আর সব প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচ জিতলো সিটি।
২৭ খেলায় ৬৫ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর সঙ্গে ব্যবধানটাও ১৫ পয়েন্টে টেনে নিয়েছে ২০১৮ ও ২০১৯ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
বিভি/এনজি
মন্তব্য করুন