• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

অ্যাশেজে এগিয়ে অস্ট্রেলিয়া, ম্যাচ জিতলে ঘরেই থাকবে ট্রফি

প্রকাশিত: ১৫:৪৩, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অ্যাশেজে এগিয়ে অস্ট্রেলিয়া, ম্যাচ জিতলে ঘরেই থাকবে ট্রফি

অ্যাশেজের তৃতীয় টেস্টে জয়ের পথে রয়েছে অস্টেলিয়া। চতুর্থ দিনের শেষে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৪ উইকেটে ২২৮ রান। অ্যাডিলেড হওয়া টেস্টের চতুর্থ দিন শেষে এগিয়ে স্বাগতিকরা, ম্যাচ জিতলে ঘরেই থাকবে ট্রফি।

খেলার চতুর্থ দিন শেষে জ্যাক ক্রলির লড়াইয়ের পরও ৬ উইকেটে ২০৭ রান ইংল্যান্ড। আর ম্যাচ জিততে হলে শেষ দিনে প্রয়োজন আরও ২২৮ রান। ২ রানে অপরাজিত আছেন জেমি স্মিথ এবং ১১ রান নিয়ে উইল জ্যাকস। এর আগেই ক্রলি ৮৫, জো রুট ৩৯ আর হ্যারি ব্রুক ৩০ রানে আউট হন।

এর আগে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ৩৪৯ রানে। ট্রাভিস হেড ১৭০ আর অ্যালেক্স ক্যারি করেন ৭২ রান। হেডের এটি ছিল ১১তম টেস্ট সেঞ্চুরি। ২১৯ বলে ১৭০ রানের ইনিংসে ১৬টি চার আর ২টি ছক্কা হাঁকান অস্ট্রেলিয়ান ওপেনার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2