• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নেপাল চমকে দিলেই এশিয়া কাপ থেকে বিদায় নেবে ভারত

প্রকাশিত: ০৯:৩৮, ৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নেপাল চমকে দিলেই এশিয়া কাপ থেকে বিদায় নেবে ভারত

এশিয়া কাপের গ্রুপপর্বও শেষের দিকে। আর মাত্র দুটি ম্যাচ বাকি। যার মধ্যে আজ মাঠে গড়াবে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ। মুখোমুখি হবে ভারত ও নেপাল। এই ম্যাচে নেপাল ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে আছে। কিন্তু নেপাল যদি কোনো চমক উপহার দেয় তবে বিপদ হবে ভারতের। 

পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে এশিয়া কাপ  অভিযান শুরু করেছে ভারত। যদিও মাঝপথেই ভেস্তে যায় ভারত-পাক মহারণ। ফলে এ-গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার গ্রুপের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে আনকোরা নেপালের, যারা চলতি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে। 

পাকিস্তান এ-গ্রুপ থেকে ইতিমধ্যেই সুপার ফোর রাউন্ডে জায়গা করে নিতে হয়েছে। দ্বিতীয় দল হিসেবে গ্রুপ থেকে সুপার ফোরে উঠতে হলে নেপালকে হারানো ছাড়া উপায় নেই ভারতের সামনে। যদি ভারত হারে তবে পয়েন্ট থাকবে ১, নেপালের হবে ২। আর ভারত জিতলে নেপালের শূন্য ভারতের ৩। তাই জয়ের বিকল্প কিছুই নেই ভারতের সামনে। তবে বৃষ্টিতে ভেস্তে গেলেও সুপার ফোরে যাবে ভারত।

আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম নেপাল এশিয়া কাপ ২০২৩-এর এ-গ্রুপের শেষ ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।

আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ভারত বনাম নেপাল গ্রুপ লিগের ম্যাচটি। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে খেলা হবে। উল্লেখ্য, এই মাঠেই অনুষ্ঠিত হয় ভারত বনাম পাকিস্তান ম্যাচ, যা বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে যায়।

ভারতে এশিয়া কাপের ম্যাচগুলো বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও জিটিভি। এছাড়া ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্কের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডিতে দেখা যাবে ম্যাচ।

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2