শিরোপা ধরে রাখার মিশনে যুব এশিয়া কাপে দারুণ শুরু বাংলাদেশের
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আবারও শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের। এবারের আসরে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। বড় রান তাড়া করতে নেমে দুই ওপেনারের দেড় শতাধিক রানের জুটিতে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। পরে ৭ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে আফগানিস্তান অনূর্ধে-১৯ দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।
আফগান কিশোর ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিকে ম্লান করে দিয়েছেন বাংলাদেশের জাওয়াদ আবরার। ৯৬ রানের ইনিংস খেলা আবরার আরেক ওপেনার রিফাত বেগের সাথে ১৫১ রানের জুটি গড়েছেন।
দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ৪৫ বলে ফিফটি করেন জাওয়াদ। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৯৬ রান করে ফিরেছেন। আরেক ওপেনার রিফাত ৬৮ বলে করেছেন ৬২ রান। তার বিদায়ে ভাঙে ১৫১ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ৪৭ রান করেছেন। তামিমের বিদায়ের পর সামিউন বশির, মোহাম্মদ আব্দুল্লাহরা দ্রুত ফিরলে জয় নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শেষ দিকে রিজান হোসেন ও শেখ পারভেজ জীবনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের দলের জয় নিশ্চিত হয়।
এর আগে দলীয় ১৬ রানে আফগানিস্তানের ওপেনার খালিদ আহমদজাইকে (৩) ফেরান সাদ ইসলাম। আরেক ওপেনার ওসমান সাদাত ৬৬ রানের জুটি গড়েন ফয়সালকে সঙ্গে নিয়ে। সামিউন বসিরের বলে ৩৪ রান করে বোল্ড হন সাদাত। এরপর ফয়সাল ও উজাইরউল্লাহ মিলে গড়েন ৯৩ রানের জুটি। ফয়সাল ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করে আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনের বলে। এরপর নিয়মিত বিরতিতে ফিরেছেন আফগানিস্তানের ৪ ব্যাটার।
অধিনায়ক মাহবুব খান ১৩, উজাইরউল্লাহ ৪৪, খাতির স্টানিকজাই ১১ ও রুহুল্লাহ আরব (০) দ্রুত ফিরলে আফগানরা বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে। সেখান থেকে আজিজউল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজ দ্রুতগতিতে রান তুলে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন আফগানদের। মিয়াখিল ৩৮ ও আজিজ ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেছেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: