• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

‘মুখ দেখাদেখি না হওয়া’ ম্যাচে বিধ্বস্ত পাকিস্তান, সেমিতে ভারত

প্রকাশিত: ২১:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘মুখ দেখাদেখি না হওয়া’ ম্যাচে বিধ্বস্ত পাকিস্তান, সেমিতে ভারত

সিনিয়রদের মতো জুনিয়র টুর্নামেন্টেও ভারত-পাকিস্তান বৈরীতা চলমান রয়েছে। এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ, রাইজিং স্টার্স এশিয়া কাপের পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও করমর্দন বা মুখ দেখাদেখি ছিল না। এই ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে গেছে পাকিস্তান যুবারা।

রবিবার সকালে বৃষ্টির বাগড়ায় ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। ম্যাচের দৈর্ঘ্য ১ ওভার কমানো হয়। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ৪৯ ওভারের ম্যাচে ভারত ৯০ রানের উড়ন্ত জয় পেয়েছে। টানা দুই জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।

৪৯ ওভারে ২৪১ রানের লক্ষ্যে নেমে ১৩.১ ওভারে ৪ উইকেটে ৩০ রানে পরিণত হয় পাকিস্তান। পঞ্চম উইকেটে ৬৫ বলে ৪৭ রানের জুটি গড়তে অবদান রাখেন ফারহান ইউসাফ ও হুজাইফা হাসান। পাকিস্তানের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। ২৪তম ওভারের শেষ বলে অধিনায়ক ফারহানকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন বৈভব সূর্যবংশী।

একপ্রান্ত আগলে রাখা হুজাইফা ৭০ রান করলেও বাকিরা ছিলেন ব্যর্থ। পাকিস্তান ৪১.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে গেছে।  ১২ রানে পাকিস্তান হারিয়েছে শেষ ৩ উইকেট। ভারতের হয়ে কিশান পেয়েছেন ২ উইকেট। তিনটি করে উইকেট নিয়েছেন দীপেশ দেবেন্দ্রন ও কনিষ্ক চৌহান।

এর আগে টস হেরে আ ব্যাটিংয়ে নেম ৪৬.১ ওভারে ২৪০ রানে গুটিয়ে যায় ভারত। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন অ্যারন জর্জ। ৮৮ বলের ইনিংসে মেরেছেন ১২ চার ও ১ ছক্কা। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন চৌহান। ৪৬ বলে ২ চার ও ৩ ছক্কায় করেছেন ৪৬ রান। বোলিংয়ে ১০ ওভারে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2