• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় শোয়েব আখতার, বরণ করা হলো ফুল দিয়ে

প্রকাশিত: ১৮:৫০, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় শোয়েব আখতার, বরণ করা হলো ফুল দিয়ে

বিশ্ব ক্রিকেটে গতির প্রতীক হিসেবে পরিচিত পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার খেলোয়াড়ি জীবন থেকে বিদায় নিয়েছেন এক যুগেরও বেশি সময় আগে। এবার বাংলাদেশে এসেছেন সম্পূর্ণ নতুন ভূমিকায়। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি দায়িত্ব পালন করবেন ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে।

শনিবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকা পেসার। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা।

শোয়েব আখতারের যুক্ত হওয়া নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানায়, দলের ভেতরে প্রতিযোগিতামূলক মানসিকতা ও পেশাদার কাঠামো গড়ে তুলতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং জয়ী মানসিকতার মাধ্যমে মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়দের পথ দেখাবেন শোয়েব।

তবে এই দফায় তার বাংলাদেশ সফর সংক্ষিপ্ত। মাত্র দুই দিন ঢাকায় অবস্থান করবেন তিনি। টুর্নামেন্ট শুরু হলে আবার দেশে ফিরে এসে দলের সঙ্গে সরাসরি মাঠে কাজ করবেন শোয়েব আখতার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2