• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বিসিবি

প্রকাশিত: ১৬:২৪, ৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বিসিবি

ছবি: ফাইল ফটো

গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। এ নিয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছেনা সাকিবের। আঙুলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক। 

ম্যাচ শেষে আঙুলের এক্স-রে রিপোর্টে চিড় ধরা পড়েছে। এ কারণে আজ মঙ্গলবার দেশে ফিরছেন সাকিব বলে নিশ্চিত করেছে বিসিবি। সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙ্গুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানো হয়, রিপোর্টে আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।

লংকানদের বিপক্ষে বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রানের কার্যকরী ইনিংস খেলেছেন সাকিব। তার অলরাউন্ড পারফরম্যান্সেই বাংলাদেশ ৩ উইকেটে জয় লাভ করে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2