ফাইনালে টস জিতে বোলিংয়ে বরিশাল

টস করছেন মিথুন ও তামিম।
মিরপুরে বিপিএলের ফাইনালে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। কিউই ক্রিকেটার জিমি নিশাম ফাইনালের আগে দলের সাথে যোগ দিলেও খেলছেন এই ম্যাচে। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে তারা।
পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা।শিরোপা ধরে রাখতে পারলে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির পর তৃতীয় সর্বোচ্চ (দু’বার) ট্রফি জয়ের নজির গড়বে বরিশাল।
কুমিল্লা চারবার ও ঢাকা তিনবার শিরোপা জিতেছে।রংপুর, রাজশাহী ও বরিশাল একবার করে বিপিএল ট্রফি জিতেছে। ২০১৩ সালে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায় চট্টগ্রাম কিংস।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, কাইলি মায়ার্স, তাওহীদ হৃদয়, ডাওইড মিলান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রিশাদ হোসাইন, এবাদত হোসেন, মোহাম্মদ নবী, তাইজুল ইসলাম ও মোহাম্মদ আলী।
চট্টগ্রাম কিংস একাদশ: খাজা নাফে, পারভেজ ইমন, নাঈম ইসলাম, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিথুন, শামীম হোসেন, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।
বিভি/এজেড
মন্তব্য করুন: