দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টিকে রইলো কলকাতা নাইট রাউডার্স

ছবি: সংগৃহীত
দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে আইপিএল সিজন এইটটিনে টিকে রইলো কলকাতা নাইট রাউডার্স। দিল্লির অরুণ জ্যোতি স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে কলকাতার দেওয়া ২০৫ রানের টার্গেটে ৯ উইকেটে ১৯০-এ থামে স্বাগতিকদের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে কলকাতা ৯ উইকেটে ২০৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। রহমানুল্লাহ গুর্বাজ ও সুনিল নারাইন তিন ওভারে ৪৮ রান তোলার পর মিচেল স্টার্ক ওপেনিং জুটি ভাঙ্গের। ১২ বলে ২৬ করে ফেরেন গুর্বাজ। অধিনায়ক আজিঙ্কা রাহানে উইকেটে এসেই আগ্রাসী ব্যাটিং করেন। পাওয়ার প্লের ৬ ওভারে এক উইকেটে ৭৯ রান তোলে কলকাতা। এরপর নারাইন ১৬ বলে ২৭, রাহানে ১৪ বলে ২৬ ও ভেঙ্কটেশ আয়ার ৭ রানে আউট হন। পঞ্চম উইকেটে আঙ্গকৃষ রঘুবানন্সি ও রিন্কু সিং ৪৬ বলে দলকে ৬১ রান জুড়ে দেন। রঘুবান্সি ৩২ বলে ৪৪ ও রিন্কু ২৫ বলে ৩৬ করে আউট হওয়ার পর আন্দ্রে রাসেল ৯ বলে ১৭ রানের ক্যামিওতে স্কোর দুইশ পার করে দেন। স্টার্ক ৪ ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট পান।
রান তাড়ায় ৯ উইকেটে ১৯০ তুলতে পারে দিল্লি। ফাফ ডু প্লেসি ৪৫ বলে ৬২, অক্ষর প্যাটেল ২৩ বলে ৪৩ আর শেষদিকে ভিপরাজ নিগাম ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলনে। বাকিদের কেউ বিশের ঘর ছুঁতে পারেননি। নারাইন ২৯ রানে তিনটি, বরুণ চক্রবর্তী ৩৯ রানে দুটি উইকেট নেন। ১০ খেলায় কলকাতার এটি চতুর্থ জয় আর দিল্লির সমান খেলায় চতুর্থ হার।
বিভি এ/আই
মন্তব্য করুন: