• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রাম টেস্ট: জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ২১৭ রানের লিড 

প্রকাশিত: ১৫:৪১, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম টেস্ট: জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ২১৭ রানের লিড 

ছবি: মিরাজের সেঞ্চুরি

মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে টাইগাররা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৯ রান।

আগের দিন সাদমান ইসলামের ১২০, মুশফিকুর রহিমের ৪০ ও আনামুল হকের ৩৯ রানে জিম্বাবুয়ের ২২৭ রান টপকে প্রথম ইনিংসে ৬৪ রানে এগিয়ে গিয়েছিলো বাংলাদেশ। স্বাগতিকরা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো ৭ উইকেটে ২৯১ রান নিয়ে। আজ তৃতীয় দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদি মিরাজ ও তাইজুল ইসলাম স্কোর ৩৪২-এ নিয়ে বিচ্ছিন্ন হন।

তাইজুলকে ২০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। মিরাজের সঙ্গে অস্টম উইকেটে দলকে ৬৩ রান জুড়ে দিয়ে যান তাইজুল। অভিষিক্ত তানজিম হাসান উইকেটে আসার পর মিরাজ ৫৩ টেস্টে এক সেঞ্চুরির সঙ্গে দশম হাফ সেঞ্চুরি তুলে নেন। নবম উইকেটে এই জুটি অবিচ্ছিন্ন থেকে লাঞ্চ পর্যন্ত স্কোর নিয়ে যান ৪০৪ রানে। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় সেশনে মিরাজ ৭৬, তানজিম ২৯ রান নিয়ে পুনরায় ব্যাটিংয়ে নামেন। মিরাজ দুই রান করে টেস্টে ২৬তম খেলোয়াড় হিসেবে দুই হাজার রান ও দুইশো উইকেট মাইলফলকে পা রাখেন। তানজিম আউট হন ৪১ করে।

২৩০ রানে নবম উইকেট হারানোর পর হাসান মাহমুদের সঙ্গ নিয়ে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরিটা ঠিকই তুলে নেন মিরাজ। মাসেকেসা নেন পাঁচ উইকেট। সিলেটে চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিলো সফরকারী দল। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2