• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিরাজের দুর্দান্ত ব্যাটিং, ঝুলিতে বছরের প্রথম সেঞ্চুরি

প্রকাশিত: ১৪:৪৫, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:১৯, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মিরাজের দুর্দান্ত ব্যাটিং, ঝুলিতে বছরের প্রথম সেঞ্চুরি

গত বছর সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে চলতি বছরের শুরুটা অনুকূলে ছিল না তার। সিলেট টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন পুরোদমে। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনের শুরু থেকে ব্যাট চালাতে থাকেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে ইনিংস লম্বা করতে পারেননি তাইজুল। ৪৫ বলে ২০ রান করে আউট হন তিনি।

অপর প্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দেন পেসার তানজিম সাকিব। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৪০৪ রান তুলতে পেরেছে টাইগাররা। 

দ্বিতীয় সেশনেও মিরাজের সঙ্গে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন সাকিব। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৮০ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৩ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ।

এর আগে তাইজুলকে সঙ্গে নিয়ে ১৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলেন মিরাজ। আর তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিলেন তিনি।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2