• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে টাইগার শিবিরে হঠাৎ হাজির তামিম!

প্রকাশিত: ১২:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে টাইগার শিবিরে হঠাৎ হাজির তামিম!

ছবি: তামিম ইকবালের ফেসবুক পেইজ

একটু পরই চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই হঠাৎ টাইগার শিবিরে দেখা মিললো তামিম ইকবালের। ছবি দেখে মনে হতে পারে, তামিম ইকবাল চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন। বিষয়টা মোটেও তেমন নয়। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শান্তবাহিনীর সঙ্গে নৈশভোজে অংশ নেন সাবেক এই অধিনায়ক।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্রিকেটারদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন তামিম। ক্যাপশনে লেখা, ‘আশাকরি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা।’ 

ক্রিকেটারদের মধ্যে আরও ছিলেন তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারানোর মন্ত্র নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। 

দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৪১ বার। ৩২ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে রোহিত শর্মার দল। বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে। ১টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের সবশেষ জয় ২০০৭ সালে। সেবার ভারত গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে। তাই এবারও দারুণ কিছু করতে মুখিয়ে ফিল সিমন্সের শিষ্যরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2