টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিয়াদ-নাহিদ নেই একাদশে

মাহমুদউল্লাহ রিয়াদ
সাকিব-তামিম বিহীন বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হচ্ছে আজ। ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচে শান্ত ব্যাটিং বেছে নেওয়ায় আগে ফিল্ডিং করবেন রোহিত শর্মারা।
এই ম্যাচে বাংলাদেশ তাদের একাদশে রিয়াদ ও নাহিদ রানাকে রাখেনি। জাকের আলী ও তানজিম হাসান সাকিব আছেন। আম্পায়ারের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাফায়েল।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মেদ শামি ও হার্শাত রানা।
বিভি/এজেড
মন্তব্য করুন: