• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিত: ১৫:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

টস করছেন রিজওয়ান ও রোহিত

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর দ্বৈরথ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে হচ্ছে বিকাল ৩ টায়।

ভারত-পাকিস্তান ম্যাচকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের ‘এল ক্লাসিকো’। যদিও হরহামেশা এমন লড়াই দেখার ফুরসত মেলে না ক্রিকেটভক্তদের। এমনকি সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি ম্যাচ ঠিক অতটা জমেও না। তবুও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার কমতি নেই ভক্তদের।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের হার দিয়ে এবারের আসর শুরু করতে হয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে মোহাম্মদ রিজওয়ানদের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।

গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন ফখর জামান। তার পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক ওপেনার ইমাম উল হক। এদিকে, অপরিবর্তিত দল নিয়েই নামছে ভারত। 

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ: ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2