টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ

টস করছেন শান্ত ও স্যান্টনার
হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করা বাংলাদেশের আজ টিকে থাকার লড়াই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাঁচামরার ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। অন্যদিকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে আগে ব্যাটিং করবেন শান্তরা।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। এই ম্যাচের একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে একাদশে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানাও। বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
কিউই একাদশেও দুটি পরিবর্তন হয়েছে আজ। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইলি জেমিসন, ম্যাট হ্যানরি ও উইল ও রুর্ক।
বিভি/এজেড
মন্তব্য করুন: