• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

অজু ছাড়া মুশফিক ব্যাট-বলও ধরেন না, জানালেন স্ত্রী মন্ডি

প্রকাশিত: ১৭:০৮, ৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
অজু ছাড়া মুশফিক ব্যাট-বলও ধরেন না, জানালেন স্ত্রী মন্ডি

স্ত্রী মন্ডির সাথে মুশফিকুর রহিম

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে ফেসবুকে এক পোস্ট করে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। তার বিদায়ে আবেগি বার্তা দিয়েছেন স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। জানিয়েছেন অজু ছাড়া ব্যাট-বল ধরেন না মুশফিক।

মন্ডি তার ফেসবুক পোস্টে মুশফিককে উদ্দেশ করে লিখেছেন, “ওয়ানডে ক্রিকেট থেকে তোমার বিদায় আনন্দের হোক এই প্রত্যাশা করি। অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার পার করেছ তুমি। নিজে থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে দেখেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভাঙা পাঁজর নিয়ে খেলেছ, একসঙ্গে ২০টা পর্যন্ত ব্যথানাশক খেয়েছ।

তুমি কখনো নিজের জন্য নয়, দল ও দেশের জন্য খেলেছ। পাশে এমন একজন সৎ মানুষ পাওয়া আমার জন্য আর্শীবাদ, যে অজু না করে ব্যাট-বল স্পর্শ করে না। তুমি অসাধারণ ফ্যামিলি ম্যান। বাচ্চাদের খুব প্রিয় মানুষ। শাহরোজ তোমার গুণাবলী পাবে এবং তোমাকে জীবনের আদর্শ করবে এমনই আমার চাওয়া।

জানি এটা তোমার জন্য কঠিন সিদ্ধান্ত। তবে আরও ভালো সময় অপেক্ষা করছে তোমার জন্য। এখন পর্যন্ত তুমি যা কিছু করেছ, তাতে পরিবার তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট, বাকি পৃথিবী তোমাকে নেতিবাচকভাবে নিলে নিক।”

সবশেষে মন্ডি লিখেছেন, “সমালোচকদের আমি বলবো- সমালোচনা এমনভাবে করবেন না, যাতে কাউকে নামাজের পাটিতে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।”

এর আগে, বুধবার রাতে ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়ে ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, “আজ থেকে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত, তবে একটি জিনিস নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিবেদন ও সততার সঙ্গে নিজের শতভাগের বেশি দিয়েছি।”

ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। ২০২২ সালে তিনি টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2