• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাকিবের রেকর্ড ভেঙে শীর্ষে উঠলেন লিটন

প্রকাশিত: ১৯:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাকিবের রেকর্ড ভেঙে শীর্ষে উঠলেন লিটন

১১০ ম্যাচে ১৪টি ফিফটির রেকর্ড গড়েছেন সাকিব।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অর্ধশতকের রেকর্ড গড়েছেন লিটন দাস। নেদারল্যান্ডসের হয়ে তৃতীয় ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন লিটন। এখন সর্বোচ্চ ১৪টি ফিফটির মালিক লিটন। সাকিবের ফিফটি ১৩টি।

বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রীতিমত ঝড় তোলেন লিটন। মাত্র ২৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় পঞ্চাশের কোটা ছুয়ে ফেলেন। আর তাতেই পেছনে পড়েন সাকিব। 

এই রেকর্ড ভাঙতে সাকিবের চেয়ে ১৯টি ম্যাচ কম লেগেছে লিটনের। সাকিব ১২৯ ম্যাচে ১৩টি ফিফটি করেছেন। আর লিটন ১১০ ম্যাচেই তাকে ছাড়িয়ে ১৪টি ফিফটি করলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি যৌথভাবে বিরাট কোহলি ও বাবর আজমের। দুজনই ৩৯বার পঞ্চাশোর্ধো রানের ইনিংস খেলেছেন। এর জন্য কোহলি ১২৫ ম্যাচ এবং বাবর ১২৮টি ম্যাচ খেলেছেন। রোহিত শর্মার আছে ৩৭টি, মোহাম্মদ রিজওয়ানের আছে ৩১টি ফিফটি।

লিটন-সাকিবের পর বাংলাদেশে সর্বোচ্চ ফিফটি তামিম ও মাহমুদউল্লাহর ৮টি করে, তানজিদ তামিম ও মুশফিকুর রহিমের ৬টি করে। সৌম্য সরকারের ফিফটি আছে ৫টি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে বাংলাদেশ। ৩৬ বলে ৬৫ রানে লিটন ও ৯ বলে ১২ রানে ক্রিজে আছেন শামীম হোসেন।

আগের দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নেদারল্যান্ডসকে হারালেই বাংলাওয়াশের স্বাদ পাবে টাইগাররা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: