লঙ্কা-বাংলা হাইভোল্টেজ ম্যাচ আজ, জিততে পারবে তো টাইগাররা?

জয়ে আসর শুরু হলেও এশিয়া কাপ ক্রিকেটে আজ বড় পরীক্ষা বাংলাদেশের। টুর্নামেন্টে সুপার ফোর নিশ্চিত করার ম্যাচ লিটনদের। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবুধাবিতে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ ‘বি’তে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। হংকং টানা দুই ম্যাচ হেরে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। সুপার ফোরের সম্ভাবনা উজ্জল হয়েছে টিম টাইগার্সের। পরের ম্যাচে শ্রীলংকাকে হারালেই নিশ্চিত হবে সুপার ফোরে খেলা। তাই এই ম্যাচটা নিয়ে বেশ সতর্ক লিটনের দল।
এই ম্যাচ দিয়েই এশিয়া কাপে মাঠের লড়াই শুরু হচ্ছে শ্রীলঙ্কার। তারাও চাইবে পূর্ণ পয়েন্ট তুলে নিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন ভারতের স্পিনার রবিচন্দন আশ্বিন। এ প্রসঙ্গে দলের পেসার তানজিম সাকিব বলেন, কে কি বলল না বলল সেটা দেখার বিষয় না।
বাংলাদেশ দল একটা লক্ষ্য নিয়ে এসেছে। নিজেদের সেরাটা দেয়ার দিকেই মনোযোগ সবার। গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিভি/এজেড
মন্তব্য করুন: