হাইভোল্টেজ ম্যাচে টস হারলো বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

টস করছেন লিটন ও চারিথ আসিলাঙ্কা। ছবি- এসিসি
এশিয়া কাপে অধরা শিরোপার সন্ধানে বাংলাদেশ। জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করা টাইগারদের আজকের লক্ষ্য সুপার ফোর নিশ্চিত করা। এমন সমীকরণ সামনে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে লিটন দাসের দল। এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় আবুধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ পুরোপুরি ফিট না থাকায় তাকে একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: