• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শুরু হলো এশিয়া কাপ: আফগানদের বিরুদ্ধে ব্যাটিংয়ে লঙ্কানরা

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ আগস্ট ২০২২

আপডেট: ১৯:৪৩, ২৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
শুরু হলো এশিয়া কাপ: আফগানদের বিরুদ্ধে ব্যাটিংয়ে লঙ্কানরা

মাঠে গড়ালো এশিয়া কাপের ১৫তম আসর। শনিবার (২৭ আগস্ট) টুর্নামেন্টের প্রথম দিনই মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। বেছে নিয়েছেন ফিল্ডিং। ফলে শুরুতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। 

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাত আটটায় শুরু হবে ম্যাচটি। আজকের ম্যাচটি রশিদ খানের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। মাইলফলকের ম্যাচটি রাঙিয়ে রাখতে চাইবেন তিনি।

শ্রীলঙ্কা একাদশ : দাসুনকা গুনাথিলাকা, পেথাম নিসানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানকুা রাজপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসেনা, দিলশান মাদুশাঙ্কা ও মাথিসা পাথিরানা।

আফগানিস্তান একাদশ : হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নজিবুল্লাগ জাদরান, ইবরাহিম জাদরান, কারিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাভিন উল হক ও মুজিব উর রহমান।

বিভি/এজেড

মন্তব্য করুন: