• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কষ্টের জয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো লিভারপুল

প্রকাশিত: ১৪:০৬, ২৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কষ্টের জয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো লিভারপুল

শীর্ষস্থান আরও শক্ত করলো লিভারপুল

সাউদাম্পটনের বিপক্ষে কষ্টার্জিত জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আট পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থান শক্ত হলো লিভারপুলের। রবিবার প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ে মোহামেদ সালাহ'র জোড়া গোলের সঙ্গে দোমিনিক সোবোসলাইয়ের লক্ষ্যভেদে ৩-২'এ জয় পায় লিগ লিডাররা।

লিগ টেবিলের তলানিতে থাকা সাউদাম্পটনের মাঠে ৩০ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। প্রতিপক্ষের ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্লিন ডাউন্সের ভুলের সুযোগ কাজে লাগান সোবোসলাই। পিছিয়ে পড়েই লিভারপুল রক্ষণে আক্রমণের ঝড় তোলে স্বাগতিকরা। 

৪২ মিনিটে গোল শোধ দেন অ্যাডাম আর্মস্ট্রং। ডি-বক্সে অ্যান্ডি রবার্টসনের ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে আর্মস্ট্রংয়ের স্পট কিক গোলরক্ষক কেলেহার ফিরিয়ে দিলে ফিরতি বল জালে জড়ান ইংলিশ স্ট্রাইকার। ৫৬ মিনিটে এগিয়েও যায় সাউদাম্পটন। আর্মস্ট্রংয়ের পাস থেকে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার ম্যাথিয়াস ফের্নান্দেস। 

৬৫ মিনিটে সাউদাম্পটনের ম্যাককার্থির ভুলের সুযোগ কাজে লাগিয়ে লিভারপুলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। এই মিশরীয় ফরোয়ার্ড ৮৩ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল উপহার দেন দলকে। 

চলতি লিগে ৯ ম্যাচে ১৩ গোল করে একদিন শীর্ষে থাকা ম্যানসিটির আর্লিং হালান্ডকে পেছনে ফেলেছেন সালাহ। ১২ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটিকে ৮ পয়েন্ট পেছনে ফেলেছে লিভারপুল। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2