• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিফা বেস্ট ২০২৪: ভিনি-রদ্রি-এমবাপ্পের সাথে আছেন মেসিও

প্রকাশিত: ১৬:৪৪, ৩০ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ফিফা বেস্ট ২০২৪: ভিনি-রদ্রি-এমবাপ্পের সাথে আছেন মেসিও

বর্ষসেরা ফুটবলার পুরস্কার ‘দ্য বেস্ট’ ২০২৪-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। পুরুষ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ১১ জন ফুটবলার। সেই তালিকায় ভিনিসিয়াস, রদ্রি, কিলিয়ান এমবাপ্পেদের সাথে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তবে প্রথমবারের মত এই অ্যাওয়ার্ডে মনোনয়ন পাননি মেসির চিরপ্রতিদ্বন্দি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। 

ফিফা জানিয়েছে, ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সেরা পারফরমেন্স করা খেলোয়াড়দের মনোনয়নের জন্য বিবেচনায় করা হয়েছে।

ফিফা ‘দ্য বেস্ট’ বর্ষসেরা ১১ খেলোয়াড় হলেন- মেসি, স্পেনের রদ্রি, ইংল্যান্ডের জুড বেলিংহাম, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, স্পেনের দানি কারভাহাল, নরওয়ের আর্লিং হাল্যান্ড, জার্মানির টনি ক্রুস, উরুগুয়ের ফেদেরিকো ভালভের্দে, জার্মানির ফ্লোরিয়ান রিৎজ ও স্পেনের লামিনে ইয়ামাল।

ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকায় না থাকলেও, ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারে নয়বার মনোনয়ন পেয়েছেন মেসি। এরমধ্যে সর্বশেষ দুই বছরসহ মোট তিনবার এই পুরস্কার জিতেছেন তিনি।

চতুর্থবারের মত ‘দ্য বেস্ট’ পুরস্কার জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে মেসিকে। কারণ ২০২৪ ব্যালন ডি’অরের সেরা তিন রদ্রি, ভিনিসিয়াস ও বেলিংহামের সাথে লড়াই করতে হবে মেসিকে।

পুরুষ ক্যাটাগরি ছাড়াও আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করে ফিফা। পুরুষ ও নারী বর্ষসেরা কোচ, গোলরক্ষক, সেরা একাদশ ও সেরা গোলের তালিকা।

এছাড়াও ফিফা ফ্যান পুরস্কারও রাখা হয়েছে।

পুরুষ বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন-  পেপ গার্দিওলা, লিওনেল স্কালোনি, কার্লো আনচেলত্তি, লুই দে লা ফুয়েন্তে ও জাবি আলোনসো।

বর্ষসেরা গোলরক্ষকের মনোনয়ন পেয়েছেন- জিয়ানলুইজি ডোনারুমা, আন্দ্রে লুনিন, মাইক মাইনিয়ঁ, এমিলিয়ানো মার্টিনেজ, এডারসন, ডেভিড রায়া, উনাই সিমন।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ভক্ত-সমর্থকরা। তাদের জন্য চার ভাগের এক ভাগ ভোট বরাদ্দ রাখা হয়েছে। বাকি তিন ভাগ ভোট দিতে পারবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও সাংবাদিকরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2