• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কন্সিকাওয়ের প্রথম অ্যাসাইনমেন্টেই এসি মিলানের শিরোপা জয়

প্রকাশিত: ১১:২৬, ৭ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
কন্সিকাওয়ের প্রথম অ্যাসাইনমেন্টেই এসি মিলানের শিরোপা জয়

শিরোপা হাতে নতুন কোচ সের্জিও কন্সিকাও

নতুন কোচ সের্জিও কন্সিকাওয়ের প্রথম অ্যাসাইনমেন্টেই ইতালিয়ান সুপার কাপ জিতেছে এসি মিলান। সোমবার রিয়াদের ফাইনালে গত তিনবারের চ্যাম্পিয়ন ও নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের  বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ে ৩-২'এ জয় ছিনিয়ে নেয় সানসিরোর ক্লাবটি।

ইন্টারের কাছে ২০২২ সালে শিরোপা হারানোয় মিলানের জন্য এই ফাইনাল ছিলো প্রতিশোধের। রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে সোমবার সেই ফাইনালে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে এবং দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে গোল হজম করে ২-০'তে পিছিয়ে পড়ে মিলান। 

গত তিনবারসহ আটবারের চ্যাম্পিয়ন ইন্টারের দুই গোলদাতা লাইতারো মার্তিনেস ও মেহেদি তারেমি। রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে আসা কন্সিকাওয়ের দল পাঁচ মিনিটের মধ্যে থিও হার্নান্দেসের গোলে সমতায় ফেরে। ৭১ মিনিটে ইন্টারের কার্লোস আগুস্তোর হেড পোস্টে লেগে গোললাইন থেকে প্রতিহত হয়। ৯ মিনিট পর ক্রিস্তিয়ান পুলিসিকের গোলে সমতায় ফেরে মিলান। 

আর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মিলানের ট্যামি আব্রাহাম গোল করে ব্যবধান গড়ে দেন। গত ৩০ ডিসেম্বর কোচের দায়িত্ব নিয়ে দ্বিতীয় ম্যাচেই দলকে শিরোপার স্বাদ পাইয়ে দিলেন কন্সিকাও। ২০১৬ সালের পর প্রথম এবং সব মিলিয়ে ইন্টারের সমান আটবার সুপার কাপ জিতলো মিলান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2