• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্প্যানিশ কোপা দেল রে

প্রতিপক্ষের জালে গুনে গুনে ৫ গোল দিয়ে দ্বিতীয় রাউন্ডে রিয়াল

প্রকাশিত: ১২:৪৬, ৭ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
প্রতিপক্ষের জালে গুনে গুনে ৫ গোল দিয়ে দ্বিতীয় রাউন্ডে রিয়াল

রিয়াল মাদ্রিদ।

দেপোর্তিভো মিনেরাকে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে'র শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। সোমবার শেষ ৩২-এর অ্যাওয়ে ম্যাচে মাদ্রিদ জায়ান্টদের জয় ৫-০ ব্যবধানে। আর্দা গিলের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা ও লুকা মদ্রিসের। 

খেলা সম্প্রচারের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকায় নিজেদের মাঠে খেলতে পারেনি চতুর্থ স্তরের ক্লাবটি। বিকল্প হিসেবে বেছে নেওয়া হয় কার্তাহোনোভা স্টেডিয়ামকে। শক্তি, সামর্থ্যে যোজন যোজন পিছিয়ে থাকা মিনেরার বিপক্ষে রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি শুরুর একাদশে প্রথম পছন্দের কোনো ফরোয়ার্ডকে রাখেননি। তবে ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন ভালভের্দে। 

ব্রাহিম দিয়াসের ক্রস ডি-বক্সে মিনেরার একজন খেলোয়াড় ঠিকঠাক ফ্লিক করতে ব্যর্থ হলে অনায়াসে জাল খুঁজে নেন উরুগুয়ের মিডফিল্ডার। ১৩ মিনিটে কামাভিঙ্গা ব্যবধান দ্বিগুন করেন। ২৮ মিনিটে আর্দা গিলের গোল করে প্রথমার্ধে ৩-০ লিড এসে দেন দলকে। আক্রমণাত্মক ফুটবলে দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে প্রবল চাপে রাখে রিয়াল। 

৫৫ মিনিটে মদ্রিস, ৮৮ মিনিটে গিলের গোল করে বড়ো জয়ের স্বস্তিতে ভাসান অতিথি শিবির। কোপা ডেল রে'তে বার্সেলোনা সর্বাধিক ৩১ বার, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাথলেটিক বিলবাও ২৪ বার ও রিয়াল ২০ বার ট্রফি জিতেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2